ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সহ সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সহ সভাপতি আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে (২২) আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুন) দুপুর ১টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম পৌরসভার কালিবাড়ী এলাকার ইউনুস আলীর ছেলে এবং ওই কলেজের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ব্যবসায় শিক্ষা শাখার ভর্তিচ্চু শিক্ষার্থীদের ভর্তির সময় অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে জিজ্ঞাসাবাদের জন্যে তাকে আটক করা হয়েছে।

ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাজাহান বলেন, সকালে কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি হওয়ার কাউন্টার লাইনে বিশৃঙ্খলা ও ধস্তা-ধস্তির শুরু হয়। এসময় থানায় ফোন করলে পুলিশ তাকে আটক করে। তবে সে আমাদের কলেজের ছাত্র হওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়ার জন্যে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।