ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোর ছাত্রদলের সহ-সভাপতিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
নাটোর ছাত্রদলের সহ-সভাপতিকে কুপিয়ে জখম

নাটোর: নাটোরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী মুন্নাকে (৩৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার বাম পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ জুন) রাত পৌনে ১০টার সময় শহরের গাড়িখানা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী মুন্না জেলা শহরের বঙ্গজল এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে জানান, মোহাম্মদ আলী মুন্না সোমবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে বের হয়ে যান। রাত আনুমানিক ৯টা থেকে পৌনে ১০টার সময় শহরের গাড়িখানা এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি।

এসময় কয়েকজন দুর্বৃত্ত পাশে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে। এসময় তার বাম পায়ের রগও কেটে দেওয়া হয়। এরপর দুর্বত্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।  

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
 
ওসি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে।
 
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।