ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপি নেতা বাদশা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৬
দিনাজপুরে বিএনপি নেতা বাদশা কারাগারে

দিনাজপুর: দিনাজপুরে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বাদশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ জুন) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আহসানুল হকের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদশার পক্ষে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী, সহ-সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দীনসহ ১০ জন আইনজীবী শুনানি করেন।

বাদশা গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলা ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।