ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কামারখন্দে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ২১, ২০১৬
কামারখন্দে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম মিল্টন মারা গেছেন।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিল্টন উপজেলার জামতৈল ইউনিয়নের বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য  ছিলেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৯ জুন) রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিল্টন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মো. আলী জিন্না বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কামারখন্দ থানায় একটি  মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।