ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশে আইএস বলতে কিছু নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
‘দেশে আইএস বলতে কিছু নেই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: দেশে আইএস বলে কিছু নেই। বিএনপি-জামায়াতের মদদে কিছু লোক দেশে জঙ্গি হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগ আয়োজিত সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন।

মহানগরীর গৌরহাঙ্গায় শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ।

তিনি বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, তখনই আওয়ামী লীগের বিভিন্ন মিছিল, মিটিংয়ে এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে একটি চক্র এধরনের কাজ করছে।  

রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।