ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গি হামলার নেপথ্যে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
‘জঙ্গি হামলার নেপথ্যে বিএনপি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘গণতান্ত্রিক আন্দোলন হরতাল-অবরোধ করে সাধারণ মানুষের সাড়া না পেয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষমতায় যেতে অগনতান্ত্রিক পথ বেছে নিয়েছেন। এরই ফলশ্রুতিতে জঙ্গি হামলার পরের দিন সংবাদ সম্মেলন করে তিনি বলছেন, দেশে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হলে এমন হামলার ঘটনা ঘটতো না।

এতে পরিস্কার বোঝা যায়, হামলা চালিয়ে শেখ হাসিনাকে নির্বাচনে যেতে বাধ্য করতে চায় বিএনপি। আর জনগণের কাছে হামলার নেপথ্যে বিএনপি রয়েছে, তা এখন পরিস্কার। গুপ্তহত্যা, টার্গেট কিলিং কিসের জন্যে কারা করছে, তা মানুষের আর বোঝার বাকি নাই’।

 

সোমবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্যা আবু কাউছার এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাতে চায় বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য। যাদের নিজেদেরই নিরাপত্তা নাই, যাদের দেশে প্রতি মিনিটে গাড়ি ছিনতাই হয়, প্রশাসনের ওপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটে, তারা আবার অন্য দেশের সন্ত্রাসী ঠেকাচ্ছে!’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের যারা বাঁচাতে পারেন নাই, তারই এসব হামলার মদদ দিচ্ছেন। যারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়ে ব্যর্থ হয়েছেন, তারাই এমন ঘটনা ঘটাচ্ছেন। জঙ্গি স্টাইলে হামলা চালিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু কিছুতেই তাদের এই অপতৎপরতা সফল হবে না। কারণ, এদেশের স্বাধীনতার সপক্ষের মানুষ জানেন- কিভাবে প্রতিরোধ, কিভাবে প্রতিবাদ করতে হয়’।  

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট অনিমেষ রায়, সেলিম হাসান প্রমুখ।

সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কাজী মোয়াজ্জেম হোসেন, কে এম মাসুদুর রহমান, তানভীর আক্তার, আব্দুর রহমান, তাহমিনা আক্তার, লায়েক হোসেন উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।