ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে জামায়াত আমিরসহ ৫০ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
রংপুরে জামায়াত আমিরসহ ৫০ আসামি গ্রেফতার

রংপুর: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত জামায়াতের দুই ইউনিয়ন আমিরসহ ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামায়াতের দুই আমির হলেন- পীরগাছা উপজেলার গাবুরা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির আবুল বাসার মো. আবদুর রহিম (৪৫) ও উপজেলার বীন নারায়ণ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুরুজ্জামান (৬৫)।

পীরগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতার অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা অনেকদিন ধরে নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।