ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদার অবস্থান জঙ্গিবাদের পক্ষে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
‘খালেদার অবস্থান জঙ্গিবাদের পক্ষে’

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থান এখনো জঙ্গিবাদের পক্ষে বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) ও ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
 
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএফ আয়োজিত ‘বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে শুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
খালেদা জিয়াকে ইঙ্গিত করে নিলু বলেন, ‘একজন নেত্রী সরকারকে উৎখাত করতে চেয়ে এখন ঐক্যের ডাক দিচ্ছেন। তিনি বলেছেন, এ ধরনের শাসন থাকলে জঙ্গিবাদ হবে। এর অর্থ হল, জঙ্গিবাদ যারা করছে, পুলিশ ও বিদেশিদের হত্যা করছে, তাদের কোনো অপরাধ নেই’।

খালেদা জিয়া কৌশলে জঙ্গিবাদের পক্ষে কথা বলছেন বলেও অভিযোগ করেন নিলু।
 
সব কিছুর পরও ‘জাতীয় ঐক্য চাই’- উল্লেখ করে তিনি বলেন, জাতীয় জীবন ও সার্বভৌমের প্রশ্নে আমরা ঐক্য চাই। জাতীয় ঐক্যের পক্ষে আমরা জামায়াত ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবো’।
 
নিলু জানান, ২৬ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে মাসব্যাপী সাংগঠনিক ও প্রচারের কর্মসূচি হাতে নেওয়া হবে। ২৭ আগস্ট সারাদেশে এক সঙ্গে গণঅনশন কর্মসূচি পালন করা হবে।
 
বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ জাপান ও ইতালির নাগরিকদের হত্যা করে দেশকে সন্ত্রাসের লীলাভূমি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন নিলু।
 
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, আমাদের সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব আইন- শৃঙ্খলা বাহিনী অক্ষম নয়।
 
‘একজন নেতা আইন- শৃঙ্খলা বাহিনী সম্পর্কে বলেছেন, অন্যের সাহায্য চাই। তিনি আবার কিভাবে জাতীয়তাবাদের পরিচয় দেন’- প্রশ্ন করেন নিলু।
 
মানববন্ধনে এনডিএফের মহাসচিব ও এনডিপির চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ ইসলামিক পার্টির এমএ রশীদ প্রধান, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ প্রমুখ বক্তব্য দেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।