ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে শিবিরের সভাপতিসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
দিনাজপুরে শিবিরের সভাপতিসহ আটক ৫

দিনাজপুর: দিনাজপুর শহরের রামনগর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের সভাপতিসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৯ জুলাই) ভোরে তাদের আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- জেলার কাহারোল উপজেলার মির্জাপুর গ্রামের মমতাজুর রহমানের ছেলে ও শহর ছাত্র শিবিরের সভাপতি মো. আয়াতুল্লাহ (৩০), সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ মহেশপুর গ্রামের মো. শফিউল্লাহর ছেলে মো. আজিজুর রহমান (১৮), বোচাগঞ্জ উপজেলার ভোররা গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. মনজুরুল হাসান (২২), লালমনিরহাট জেলার সাকোরা গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন আহম্মেদ (১৮), ঠাকুগাঁও জেলার হরিপুর উপজেলার মাণ্ডারা কাঁঠালডাঙ্গী গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. আবুল কালাম আজাদ (৩০)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নেতাকর্মীদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছাত্র শিবিরের সভাপতি মো. আয়াতুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।