ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গি হামলার প্রতিবাদে বগুড়ায় মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
জঙ্গি হামলার প্রতিবাদে বগুড়ায় মিছিল-সমাবেশ ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: গুলশানসহ সারাদেশে জঙ্গি হামলা, টার্গেট কিলিং, গুম-খুন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন।

বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে এ কমসূচি পালন কর‍া হয়।

কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে সংগঠন দু’টি। পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশ করে তারা।

ছাত্রফ্রন্টের কলেজ শাখার সভাপতি রাধারানী বমর্নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি কিবরিয়া হোসেন, মলয় সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।