ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
সোনাগাজীতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী নিজাম উদ্দিনকে (২৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

তিনি উপজেলার চর কৃষ্ণজয় গ্রামের আইয়ুব আলী ডাক্তার বাড়ির আবুল কাশেমের ছেলে।

বুধবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে পাশের গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন নিজাম। পখে ওই ইউনিয়নের চর লামছি গ্রামের বদির দোকানের কাছে এলে ১০/১২ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুল আলম জানান, নিজামের মাথায় চারটি ও হাত-পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব রবিন জানান, নিজাম উদ্দিন ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। অচেনা দুর্বৃত্তরা তার ওপর এ হামলা করেছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।