ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির ১১ নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
বিএনপির ১১ নেতাকর্মী আটক

ঢাকা: বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তাদের কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়।

আটকের বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেন, কেন্দ্রীয় যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন। তিনি বলেন, অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায় বাতিল করে ৭ বছর সাজা দেওয়ায় পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার পর তাদের আটক করা হয়।  

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সরকার বিরোধী জ্বালাও পোড়াও আন্দোলনসহ বিভিন্ন সহিংসতার মামলায় সন্দেহজনক ভাবে কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আটক কারো নাম উল্লেখ করেননি ওসি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬/আপডেট ১১৪২ ঘণ্টা
এনএ/এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।