ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের সাজা সরকারের প্রতিহিংসামূলক আচরণ: ফখরুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
তারেকের সাজা সরকারের প্রতিহিংসামূলক আচরণ: ফখরুল

ঢাকা: অর্থ পাচার মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ার ঘটনাকে সরকারের প্রতিহিংসামূলক আচরণ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (জুলাই ২১) বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সরকার দুর্নীতি দমন কমিশনকে ব্যক্তিগত হাতিয়ারে পরিণত করে প্রতিহিংসা চরিতার্থ করছে।

বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী বিরোধী দলকে সমূলে বিনাশ করার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেপরোয়াভাবে ব্যবহার করছে।

এছাড়া বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিএনপি সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ যুবদলের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিএনপি মহাসচিব অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপি সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ সারাদেশে আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।