ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদ ও ধ্বংসের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জঙ্গিবাদ ও ধ্বংসের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: জঙ্গিবাদ ও ধ্বংস কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তারা দেশ ও জাতির শত্রু।

দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বগুড়া সদর উপজেলা পরিষদ সভা কক্ষে সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংস্দ সদস্য নুরুল ইসলাম ওমর এসব কথা বলেন।

সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান, পৌরসভার প্যানেল মেয়র নিলুফা কুদ্দুস, উপজেলা নির্বাহী প্রকৌশলী অমৃত লাল মোহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম বেনজির রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস, কৃষি কর্মকর্তা রাহেলা পারভিন, খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক, সমবায় কর্মকর্তা কাজী ফাতেমাতুজ জহুরা, আনছার ভিডিপি কর্মকর্তা নাসিমা বেগম, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী, শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা ও নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এমবিএইচ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।