ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদ রুখতে সবাইকে সজাগ থাকতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
জঙ্গিবাদ রুখতে সবাইকে সজাগ থাকতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: জঙ্গিবাদ রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৪ দল আয়োজিত জঙ্গি প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস সংলগ্ন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। দেশি-বিদেশি অনেক নিরীহ মানুষ হত্যা করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। জঙ্গিদের সঙ্গে যাদের আঁতাত তারাও জঙ্গিবাদের মতাদর্শে চলে। এই জঙ্গিবাদ রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। ’

তিনি আরও বলেন, ‘যেকোনো উপায়ে দেশে জঙ্গিবাদ উৎখাত করা হবে। নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা দখলের বৃথা চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। ’  

আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি ডা. শাহাদত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ