ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

 

শুক্রবার (২২ জুলাই) শহরের আলীপুর ব্রিজের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ভাংগা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন।

মিছিলে ফরিদপুর জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ সরদার বাবু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
আরকেবি/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ