ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যাংককে আলালপুত্রের অস্ত্রোপচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ব্যাংককে আলালপুত্রের অস্ত্রোপচার

ঢাকা: ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছোট ছেলে সৈয়দ আরাফাত আব্দুল্লাহ অন্তরের।
 
সম্প্রতি বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অন্তর।

তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার কিছুটা উন্নতি হলে বুধবার (২০ জুলাই) অন্তরকে নিয়ে ব্যাংকক যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মিসেস আলাল।
 
বৃহস্পতিবার (২১ জুলাই) বামরুনগ্রাদ হাপাতালে অন্তরের ঘাড় ও কাঁধে অস্ত্রোপচার করা হয়। এখন তিনি মোটামুটি সুস্থ।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, ছোট ছেলে আরাফাত আব্দুল্লাহ অন্তরের জন্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মিসেস আলাল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এজেড/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ