ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা: পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আমিন উদ্দিনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আমিন উদ্দিনের নিজ ব্যবসায়িক কার্যালয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আমিন পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মো. বাবলু হোসেনের ছেলে। পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে আমিন উদ্দিনকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬/আপডেট: ০০২৩ ঘণ্টা
পিসি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ