ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের সাজার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
তারেকের সাজার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র ধর্মঘট করেছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল।
 
বোরবার (২৪ জুলাই) বেলা ‍সাড়ে ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ মিছিল করে।

ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আদনান হোসেন অনুর নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি পুরো কলেজ ক্যাম্পাস চত্বর প্রদিক্ষণ করে।

এতে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ছাত্রদল নেতা শাহরিয়ার শিথিল, এনামুল করিম রেজা, জিয়া সালমান লিমন, সিদ্দিক, শাহরিয়ার মনা, পিলু প্রমুখ।

মিছিলে নেতাকর্মীরা অবিলম্বে তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ