ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত জঙ্গির মদতদাতা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
বিএনপি-জামায়াত জঙ্গির মদতদাতা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বিএনপি-জামায়াত জঙ্গির মদতদাতা বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ধুনট উপজেলা ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদতদাতা খালেদা জিয়া। তিনি জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এসব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে উল্লেখ করেন তিনি।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি মঈন উদ্দিন খান বাদল, বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ বড়–য়া, বগুড়া জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, বাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউর রশিদ খান, হিন্দু বৈদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ড. নিম চন্দ্র ভৌমিক, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান, জাতীয় পার্টির (জেপি) সংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, গণ-আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল হাই, ওর্য়াকাস পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা, জাতীয় গণতান্ত্রিক পার্টির সদস্য কায়রুল আলম।

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান ও গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ