ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদার জন্মদিনের কেক কাটতে দেওয়া হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
‘খালেদার জন্মদিনের কেক কাটতে দেওয়া হবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বাংলার মাটিতে খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের কেক কাটতে দেওয়া হবে না‍ বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

রোববার (১৪ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে তিনি বেকারি মালিকদের প্রতি খালেদা জিয়ার জন্মদিনের কেক বিক্রি না করতে অনুরোধ জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ছাত্রলীগের সহ সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আল মামুন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।