ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নিউইয়র্কে বাঙালি হত্যায় উদ্বিগ্ন সরকার

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
নিউইয়র্কে বাঙালি হত্যায় উদ্বিগ্ন সরকার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা নর্থ ব্যুরো (আশুলিয়া): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিউইয়র্কে বাঙালি খুনের ঘটনায় উদ্বিগ্ন সরকার। তবে এ খুনের ঘটনায় দুঃখ প্রকাশ ও জোর তদন্ত করছে সে দেশের প্রশাসন।

 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের ফটকের সামনে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ঢাকা-আরিচা মহাসড়কের ঈদ পূর্ববর্তী প্রস্তুতি  পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের কয়েকটি মহাসড়কে ওজন মাপার পরিমাপক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে জম্মদিন পালন না করলেও অনেক নেতাকর্মী অনুষ্ঠানিকভাবে পালন করেছেন। দেশে বন্যা পরিস্থিতি ও বিভিন্ন সংকটের কারণে দোহাই দিলেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা যায়নি বিএনপিকে।
এ সময় সড়ক ও জনপথের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।