ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কমলনগরে বিএনপির ২ নেতা কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
কমলনগরে বিএনপির ২ নেতা কারাগারে 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী ও সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হেলালের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ওই দুই নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এসময় জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাসেম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও অ্যাডভোকেট মো. হাসিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।  

কমলনগর থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা নুরুল হুদা চৌধুরী ও যুবদল নেতা হেলালের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানো ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।