ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

২২ আগস্ট জিয়ার মাজারে যাবেন খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
২২ আগস্ট জিয়ার মাজারে যাবেন খালেদা

ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলোত্তর নতুন কমিটির সদস্যদের নিয়ে সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টায় শেরেবাংলা নগর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ওইদিন নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সকল সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যকে যথা সময়ে থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।