ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
কুষ্টিয়ায় বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে এক শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম আব্দুর রশিদ লিটন কুমারখালী পৌর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এ অবদান নেতাকর্মীরা কোনো দিন ভুলবে না।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি রশিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন আব্দুর রশিদ লিটন।

বাংলাদেশ সময়: ১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।