ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের ৠালি-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের ৠালি-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে বর্ণাঢ্য ৠালি ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে ৠালি বের কর‍া হয়। ‍

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কোষাধ্যক্ষ রতন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার, আমিনুল ইসলাম আনিছ, রিয়াজ মিল্কী, মাহবুব আলম শামীম, রাশেদ, ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগষ্ট ১৯, ২০১৬
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।