ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারী: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে নীলফামারীতে।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামিম।

দলের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান হেলাল ও মশগুল ইসলাম বক্তব্য দেন।

পরে সেখানে কেক কাটেন নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দল ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মস‍ূচিতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।