ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ২৮ নেতাকর্মীর আওয়ামী লীগে যোদগান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
সিলেটে ২৮ নেতাকর্মীর আওয়ামী লীগে যোদগান

সিলেট: সিলেটে বিএনপির অঙ্গ-সংগঠন থেকে ২৮ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। উপজেলার মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনাম আহমদ ও যুগ্ম আহ্বায়ক মুন্না আহমদও এর মধ্যে রয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাতে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শামীম ইকবাল, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সৈয়দ সাব্বির আহমদ, আক্তার হোসেন, চঞ্চল চৌধুরী, সৌরভ আহমদ প্রমুখ।

আওয়ামী লীগে যোগদানকারীরা হচ্ছেন এনাম আহমদ, মুন্না আহমদ, ফুল মিয়া, আলমগীর হোসেন, সাহেদ আহমদ, জাকারিয়া, বুরহান, জুবেল আহমদ, শাহীন, ফয়ছল আহমদ, খালেদ আহমদ, আলাল, মনছুর, সুজেল আহমদ, দিলু আহমদ, কবির হোসেন, বাছিত, সেবুল, জিয়াউর রহমান সহ ২৮ জন নেতাকর্মী অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিমের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

যোগদানের সময় নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম দেখে আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগে যোগদান করেছি। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।