ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা অধ্যাপিকা নাজমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
আ’লীগ নেতা অধ্যাপিকা নাজমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক  এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপিকা নাজমা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাতও কামনা করেছেন তিনি।

শনিবার (২০ আগস্ট) এক বাণীতে প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশে ’৭৫ পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধারে অধ্যাপিকা নাজমা রহমানের সাহসী ভূমিকার কথা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী কর্মীকে হারালো।

প্রধানমন্ত্রী তার বাণীতে মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।