ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ময়মনসিংহে বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরি সভা

ময়মনসিংহ: বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীসহ তারেক রহমান ও খালেদা জিয়ার ‘কারামুক্তি দিবস’ উদযাপনের কর্মসূচি নির্ধারণে জরুরি সভা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

রোববার (২১ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, কোষাধ্যক্ষ রতন আকন্দ, নির্বাহী সদস্য সাবেক এমপি নূরজাহান ইয়াসমীন, কোতোয়ালি বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আজিজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ সভাপতি সুজাউদ্দৌল্লাহ সুজা, কোতোয়ালি যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মফিদুল ইসলাম মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।