ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গ্রেনেড হামলার অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
গ্রেনেড হামলার অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবি

নারায়ণগঞ্জ: ২১ আগস্ট রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মিছিল-সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।

রোববার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে মিছিলটি বের হয়ে চাষাঢ়া গোল চত্বর হয়ে ২নং রেলগেট এলাকার জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দুসহ তোলারাম কলেজ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল-সমাবেশে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।