ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নূরের গাড়িবহরে হামলা মামলায় জামায়াত নেতা গ্রেফতার 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
নূরের গাড়িবহরে হামলা মামলায় জামায়াত নেতা গ্রেফতার 

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী সদর উপজেলা জামায়াতের সাবেক আমির আবু হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও এতে চার আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

 

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের আনন্দ বাবুর পুল নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

আবু হেলাল উপজেলার চান্দেরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার পলাশবাড়ী ও লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তৎকালীন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও তার সঙ্গীরা রামগঞ্জহাট হয়ে জেলা সদরে ফিরছিলেন। রামগঞ্জহাটে এলে  জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্মীসহ অন্তত চারজন নিহত হন এবং পুলিশসহ শতাধিক দলীয় নেতাকর্মী আহত হন। এ ঘটনায় নীলফামারী সদর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।