ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আলালকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ আদালতের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আলালকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ আদালতের

ঢাকা: বিদেশ যেতে এবং দেশে ফিরতে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে কোন প্রকার বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ আগস্ট) এক রিট আবেদনের শুনানি আমলে নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে এই নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিওন।
তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। গত ২১ জুলাই তাকে বিমানবন্দর থেকে বিদেশে যেতে বাধা দেয়া হয়। পরে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

শুনানি শেষে আলালকে বিদেশে যেতে এবং ফিরে আসতে কোন বাধা না দিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ২২,২০১৬
ইএস/আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।