ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জাবি ছাত্রলীগের ৪ কর্মী সাময়িক বহিষ্কার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জাবি ছাত্রলীগের ৪ কর্মী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে ৪ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২তম ব্যাচের শাহরুখ শাহরিয়ার সৌমিক (লোক-প্রশাসন), হাবিবুল্লাহ হাবিব (লোক-প্রশাসন বিভাগ), নাজিমুল বরুণ (অর্থনীতি) ও ৪৩তম ব্যাচের সৈকত মুহাম্মদ আব্দুল্লাহ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং)।  

এদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ শিক্ষার্থীকে মারধরের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে লোহার রড় দিয়ে মারতে উদ্যত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীরা।

এ বিষয় নিয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বহিষ্কৃত ওই ছাত্রলীগ কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।