ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ময়মনসিংহে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ও বিকেলে পৃথক পৃথক স্থানে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেন।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রবি, শফিকুল ইসলাম, শফিক হোসেন, ফরহাদ হোসেন, সেলিম মিয়া, কামাল হোসেন প্রমুখ।

একই ইস্যুতে বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। যাতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার, আমিনুল ইসলাম আনিছ প্রমুখ।

পরে নগরীর জেলা স্কুল মোড় এলাকায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল। এ সময় ছাত্রদল নেতা আসাদুজ্জামান, মতিউর রহমান, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।