ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সমাবেশ চলছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সমাবেশ চলছে ছবি- দীপু মালাকার

ঢাকা: ২৫ বছর পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পুনর্মিলনী সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

তেলাওয়াত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ মওলানা ইউনূস আহমেদ। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। বেলা ১২টার দিকে দেওয়া হয় জুম্মার নাম‍াজের বিরতি।

সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আল আমিন।

সমাবেশের মূল অনুষ্ঠান হবে বেলা ৩টায়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ভারত থেকে আগত মাওলান‍া সালামান ফাহাদ। দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে সামাবেশটি অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬/আপডেট: ১২১৫ ঘণ্টা

এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।