ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদ-দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী কঠোর প্রতিরোধ গড়ার আহ্বান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জঙ্গিবাদ-দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী কঠোর প্রতিরোধ গড়ার আহ্বান

ঢাকা: জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শওকত হোসেন নিলু।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান শেষে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল ও দুর্নীতিবাজদের চিহ্নিত করে গণতন্ত্রের পথকে আরও সুগম করতে হবে।

গণঅবস্থানে জাতীয় গণতান্ত্রিক দল, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ পার্টি, ন্যাপ ভাসানীসহ আরও কয়েকটি দলের নেতারা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এমএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।