ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভুল শোধরাতে জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহার: হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ভুল শোধরাতে জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহার: হানিফ

ঢাকা: অতীতের ভুল শোধরাতে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার (২৮ আগস্ট) সেক্টর কমান্ডারস ফোরাম ঢাকা বিভাগীয় কমিটির আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন,  ‘জিয়াউর রহমান কী মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি স্বাধীনতা চেয়েছিলেন? তিনি মুক্তিযুদ্ধের সময় জাহাজ থেকে পাকিস্তানের অস্ত্র খালাশ করতে গিয়েছিলেন’।

‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের আর্মি অফিসার কর্নেল আসলাম বেগ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জিয়ার কাছে চিঠি লিখেছিলেন। চিঠিতে আসলাম বেগ বলেছিলেন- তোমার কর্মকাণ্ডে আমরা খুশি, তুমি এগিয়ে যাও। নিশ্চয়ই পাকিস্তানের পক্ষে জিয়া কাজ করেছিলেন বলেই- তারা খুশি হয়েছিলেন। ’

তিনি অভিযোগ করেন, ‘জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাকে স্বাধীনতার পদক দেওয়া ভুল সিদ্ধান্ত ছিলো। কিন্তু ভুল চিরদিন ভুল থাকতে পারে না। তাই সেটা শোধরাতেই এ পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জিয়াউর রহমান জড়িত ছিলেন বলেন মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়ার জড়িত থাকার যথেষ্ট প্রমাণও আছে। পরবর্তীতে ক্ষমতায় এসে অধ্যাদেশ জারি করে এ হত্যার বিচার বন্ধ করে দেন তিনি। এমনকি খুনিদের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃতও করেন জিয়া। ’

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠনের দাবি জানান এই আওয়ামী লীগ নেতা।

আয়োজক সংগঠনের নেতা আবু হানিফ ভ‍ূঁইয়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সেক্টরস কামান্ডারস ফোরামের সহ সভাপতি নূরে আলম, মহাসচিব হারুণ হাবিব প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।