ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে হরতাল সমর্থনে মিছিলের চেষ্টা, আটক ২ শিবিরকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ময়মনসিংহে হরতাল সমর্থনে মিছিলের চেষ্টা, আটক ২ শিবিরকর্মী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে হরতাল সমর্থনে মিছিলের চেষ্টার সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

 

আটকরা হলেন- দেলোয়ার (২০) ও মুজাহিদ (২২)।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর জিলা স্কুল মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ১৫ থেকে ২০ জন শিবিরকর্মী হরতাল সমর্থনে মিছিলের চেষ্টা করছিলো। এ সময় পুলিশের ওই দু’কর্মীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।