ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
‘দেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: ‍আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ জঙ্গিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে। দেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছে। এদেশ থেকে জঙ্গি নির্মূল হবেই। এদেশে জঙ্গিদের কোনো স্থান হবে না। ’

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং সমৃদ্ধ বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী রাজাকারদের পুনর্বাসন করে এদেশে জঙ্গিবাদ-মৌলবাদের বীজ বপণ করেছিলেন। সেই জঙ্গিবাদের বীজ আজ বটবৃক্ষে পরিণত হয়েছে। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া সেই জঙ্গিদের তার আচলের নিচে রেখে লালন-পালন করে। যারা জঙ্গিদের লালন-পালন করে তাদের সঙ্গে ঐক্য করে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। ’

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

সেখানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক মেহেদী জামিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ কোতোয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা হজরত আলী, শরীয়তপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুল হক, জাজিরা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, চিতলীয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, জাজিরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।