ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ও জিয়া পরিবার ষড়যন্ত্রের শিকার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
বিএনপি ও জিয়া পরিবার ষড়যন্ত্রের শিকার

ঢাকা: বিএনপি ও  জিয়া পরিবার ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এক এগারোর মতো বর্তমানেও তারেক রহমান ষড়যন্ত্রের শিকার।

এটা প্রমাণিত যে এক এগারোর সরকারই বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সভার আয়োজক বিএনপি।

মোশাররফ হোসেন বলেন, সুসংগঠিত দল ছাড়া এ সরকারকে ক্ষমতা থেকে হঠানো যাবে না। যতক্ষণ না এ সরকারকে হঠিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে পারবে, ততক্ষণ তারেক রহমানকে ফেরানো সম্ভব হবে না।

তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। একটি গণতান্ত্রিক দেশে এ অবস্থা থাকতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাবর্ষিকীতে র‌্যালি পর্যন্ত করতে দেওয়া হয়নি। কারণ এ সরকার বিএনপিকে ভয় পায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আল রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ব্যারিস্টার আমিনুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবদিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এমএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।