ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মীর কাসেমের ফাঁসিতে রংপুরে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
মীর কাসেমের ফাঁসিতে রংপুরে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় আনন্দ মিছিল করেছে রংপুর মহানগর ছাত্রলীগ।

 

রোববার (০৪সেপ্টেম্বর) বেলা ২টায় রংপুর দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়।

পরে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ক্তব্য রাখেন- মহানগর ছাত্রলীগের সভাপতি মো. শফিউর রহমান স্বাধীন,সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেনসহ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করতে হবে। পরে আবারো মিছিলটি দলীয় কার্যলয় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।