ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মীর কাসেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
মীর কাসেম আলী পাকিস্তানের রক্ত সম্পর্কিত ভাই

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর পক্ষে কথা বলে পাকিস্তান আবারো প্রমাণ করলো, মীর কাসেম আলী তাদের রক্ত সম্পর্কিত ভাই।

 

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কল্যাণপুর, গোবিন্দপুর ও তাঁতিবন্দ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

 

মন্ত্রী বলেন, পাকিস্তান এখনো গণহত্যা, গণনির্যাতন ও যুদ্ধাপরাধের পুরনো খাসিলত বদলাতে পারেনি। পৃথিবীর গণতন্ত্রের ক্লাবে থাকতে হলে তাদের এসব বদ অভ্যাস পরিহার করতে হবে।

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অশীত কুমার সিংহ রায়সহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।