ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

লামায় জামায়াতের আমিরসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
লামায় জামায়াতের আমিরসহ আটক ৪

বান্দরবান: নাশকতার আশঙ্কায় বান্দরবানের লামায় উপজেলা জামায়াতের আমিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লামা বাজার তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলা জামায়াতের আমির ও লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মোনায়েম (৫২), শিবির নেতা মারুফ জোয়ারদার (২৩), শিবিরের সাবেক উপজেলা সভাপতি ও সাথী ইব্রাহিম কাজী (৩৮) ও জামায়াত সমর্থক মো. নুর জামাল (৫৩)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় লামা বাজারে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।