ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সাঘাটায় হাত বোমাসহ জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
সাঘাটায় হাত বোমাসহ জেএমবি সদস্য আটক

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ফরিদ হোসেন (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে তাকে আটক করা হয়।

ফরিদ হোসেন সাঘাটা উপজেলার রাঘবপুর ভ‍ুতমারা গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ফরিদ হোসেন জেএমবির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।   রাতে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬/আপডেট: ০৯২৯

জেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।