ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীর স্থগিত ১২ ইউপিতে ভোটগ্রহণ ৩১ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ফেনীর স্থগিত ১২ ইউপিতে ভোটগ্রহণ ৩১ অক্টোবর

ফেনী: ফেনীর স্থগিত ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

ইউনিয়নগুলো হলো ফেনী সদর উপজেলার বালিগাঁও এবং ধর্মপুর।

ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়ন, মুন্সীরহাট, দরবারপুর, আনন্দপুর, জিএমহাট ও আমজাদহাট ইউনিয়ন।
পরশুরাম উপজেলার মীর্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের স্থগিত ১টি করে ভোট কেন্দ্রে মেম্বার পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে বালিগাঁও, ধর্মপুর ও পাঠাননগরে প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র দাখিল করতে হবেনা। তবে ফুলগাজী ও পরশুরামের যে ৯টি ইউপিতে পুনঃভোট হবে সেগুলোতে  মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর।

যাচাই-বাছাই শেষে ৭ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৪ অক্টোবর। ইসির উপ-সচিব ফরহাদ আহম্মদ খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।