ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

হান্নান শাহ’র মৃত্যুতে ইসলামিক পার্টির শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
হান্নান শাহ’র মৃত্যুতে ইসলামিক পার্টির শোক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামিক পার্টির নেতারা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তারা।

নেত‍ারা বলেন, প্রয়াত আ স ম হান্নান শাহ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, নির্বিক ও স্পষ্টভাষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি জাতীয়তাবাদী শক্তির একজন লড়াকু সৈনিক ছিলেন। তার ইন্তেকালে দেশ একজন পরীক্ষিত দেশ প্রেমিক রাজনৈতিবিদকে হারালো।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।