ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

হান্নান শাহ’র মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
হান্নান শাহ’র মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এ শোক প্রক‍াশ করেন।

বিবৃতিতে তারা বলেন, হান্নান শাহ’র মৃত্যুতে জাতি একজন সাহসী ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট শূন্যতা পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুম হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।