ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

ছাগলনাইয়ায় বিএনপি নেতা জহির উদ্দিনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ছাগলনাইয়ায় বিএনপি নেতা জহির উদ্দিনের জামিন

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের নেতা জহির উদ্দিন মামুন জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ তা মঞ্জুর করেন।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীরা মামুনের জামিন শুনানিতে অংশ নেন।

এছাড়া এদিন জেলা ছাত্রদল সভাপতি নইমুল্লাহ চৌধুরী বরাতসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে পূবর্শর্তে জামিন দেন আদালত।

২০১৩ সালে ফেনীতে পুলিশ ফাঁড়িতে হামলা ও নাশকতার মামলায় তাদের আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।