ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় আ’লীগ-জাসদ সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
কুষ্টিয়ায় আ’লীগ-জাসদ সংঘর্ষে আহত ২০

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদের সমর্থকদের সধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছেন।

 

 
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক ঝন্টু ও জাসদ সমর্থক রাজা মাস্টার গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ঝন্টুর লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাজা মাস্টারে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রাজা মাস্টারের লোকজনকে উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ও দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়।

এতে রাজা মাস্টার গ্রুপের ১৫ জন ও ঝন্টু গ্রুপের ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।